দেশে দুই পর্দার ল্যাপটপ

২৮ নভেম্বর, ২০১৯ ১৪:০৪  
দেশের বাজারে এসেছে দুই পর্দার ল্যাপটপ- আসুস জেনবুক প্রো ডুও। একাধিক মনিটর ব্যবহারকারীদের জন্য এটি একটি বহনযোগ্য পিসি। ফোরকে প্রযুক্তিসম্পন্ন এই ল্যাপটপটি দিয়ে একই সঙ্গে একাধিক কাজ করতে পারবেন ব্যবহারকারী। ল্যাপটপটির ১৫.৬ ইঞ্চির মূল পর্দা ফোরকে ও এলইডি প্যানেল সম্পন্ন। কি-বোর্ডের ওপরে থাকা ১২ দশমিক ৪ ইঞ্চি ‘স্ক্রিনপ্যাড প্লাস’ ডিসপ্লে এই জেনবুকের সবচেয়ে বড় আকর্ষণ। এখানে ব্যবহার করা হয়েছে আসুসের নিজস্ব সফটওয়্যার কুইক কি। এর মাধ্যমে ব্যবহারকারী কাজের সুবিধা অনুযায়ী পছন্দ মতো ‘কি’ সেট করে নিতে পারবেন। এছাড়াও হ্যান্ড রাইটিং অ্যাপের মাধ্যমে স্ক্রিনকে স্লেটের মতো ব্যবহার করতে পারবেন। সঙ্গে থাকা পেন ব্যবহারে এটি হয়ে উঠেবে ডিজিটাল বোর্ড। তাই যারা আঁকাআঁকি বা গ্রাফিক্সের কাজ করেন তাদের জন্য এটি বাড়তি সুবিধা বলা যেতে পারে। স্ক্রিনপ্যাড প্লাস আর মূল পর্দার পাশাপাশি এই ল্যাপটপে আছে টাচপ্যাড ও নাম্বারপ্যাড। তবে অনেকটা কুড়ে ঘরের মতো ঠায় হয়েছে ল্যাপটপটির টাচবার। ফলে টাচবারের চেয়ে আলাদা মাউস ব্যবহারেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন ব্যবহারকারী। মূল পর্দায় কোনো ছবি বা ভিডিও সম্পাদনা করার সময় একই সময় স্ক্রিনপ্যাড প্লাসে গান চালাতে পারবেন। আবার মূল পর্দায় স্কাইপে কল এলে কথা বলতে বলতেই স্ক্রিনপ্যাড প্লাসে হিসাব-নিকাশ, ছবি আঁকা চালিয়ে যাওয়া যাবে অনায়াসে। কোর আই নাইন প্রসেসর সমৃদ্ধ জেনবুক প্রো ডুওর ভেতরের আটটি হাইপার-থ্রেডেড কোর (২.৬ গিগাহার্টজ বেজ স্পিড) এর গতিকে আরও বাড়িয়ে দেয়। এই গতি সর্বোচ্চ ৪.৫ গিগাহার্টজ পর্যন্ত যেতে পারে। এর সঙ্গে তো ৩২ জিবি মেমোরি।